পুরুলিয়ায় আমরা বাঙালীর জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া,২৪শে সেপ্ঢেম্বর ঃ গত ২৪ শে সেপ্ঢেম্বর পুরুলিয়া শহরের রাঢ়ভবনে আমরা বাঙালীর  জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সকাল থেকেই জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালীর  কর্মীরা  রাঢ় ভবনে  সমবেত হয় ৷ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আমরা বাঙালীর  কেন্দ্রীয় সচিব  বকুল চন্দ্র রায়৷ সম্মেলনের  শুরুতে -বাংলা আমার দেশ-সমবেত কন্ঠে গানটি গেয়ে সম্মেলন  শুরু হয়৷ তারপর প্রাক্তন জেলা সচিব  শ্রী লক্ষ্মীকান্ত মাহাত  গত তিন বছরের কাজের  প্রতিবেদন  উপস্থিত কর্মীদের  সামনে  পাঠ করে শোনান৷ উপস্থিত অনেক সদস্যদের  আলোচনার শেষে শ্রীলক্ষীকান্ত মাহাত মহাশয় সর্বসম্মতিক্রমে জেলা সচিব হিসেবে পুনরায় নির্র্বচিত হন৷ জেলা কমিটির সদস্যদের পূর্ণ তালিকা হল---

১) জেলা সম্পাদক লক্ষ্মীকান্ত মাহাত৷

২) যুগ্ম সম্পাদক  অরুণচন্দ্র মাহাত৷

৩) সাংগঠনিক সম্পাদক---বিদ্যুৎ বরণ মাহাত৷

৪)কার্যালয় অধ্যক্ষ-শিবচরণ মাহাত৷

৫)উন্নয়ন সচিব-নরেশ চন্দ্র কুমার৷

৬) অর্থ সচিব-শিবপ্রসাদ মন্ডল৷

৭)প্রচার ও জনসংযোগ সচিব-কার্ত্তিক মাহাত৷

৮) সাংসৃকতিক সচিব-রতন চন্দ্র মাহাত৷

৯) আন্দোলন সচিব-দুর্গেশ্বরানন্দ মাহাত৷

১০) সদস্য-ভবানী কিসুক৷

১১) সদস্য-বিজয়কৃষ্ণ মাহাত৷

১২) সদস্য- পার্বতী মাহাত৷