পুরুলিয়ায় চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ 

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 পুরুলিয়া ঃ- গত ১৪ই অক্টোবর পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের অন্তর্গত গোপালনগর গ্রামে আনন্দমার্গের  পক্ষ থেকে চিকিৎসা শিবিরের আয়োজন  করা হয়৷ এই চিকিৎসা  শিবিরে  বিনাব্যয়ে ১০৫ জন রোগীকে চিকিৎসা করা হয় ও ঔষধও বিতরণ করা হয়৷ চিকিৎসক হিসেবে ছিলেন ডা ঃ শ্যামাপদ দলুই ও আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন নবকুমার কোলে, আচার্য লীলাধীশানন্দ অবধূত প্রমুখ৷

এদিন আনন্দমার্গের পক্ষ থেকে ২৫ জন দুঃস্থ মানুষের মধ্যে শাড়ী  ধুতি প্রভৃতি বিতরণও করা হয়৷ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন প্রফুল্ল মাহাত, গায়ত্রী মাহাত, জগৎচন্দ্র মাহাত প্রমুখ৷