পুরুলিয়ায় নারী নির্যাতনের প্রতিবাদে গার্লস প্রাউটিষ্টের মিছিল, পথসভা ও স্মারকপত্র পেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ১৫ই সেপ্ঢেম্বর পুরুলিয়া শহরে গার্ল্স্ প্রাউটিষ্টের (জি.পি) এক বর্র্ণঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত  হয়৷ তৎসহ ক্রমবর্ধমান নারীনির্র্যতন  প্রতিরোধ ও নারীর মর্র্যদা প্রতিষ্ঠার  দাবীতে জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে এক স্মারকলিপি পেশ করা হয়৷ মিছিলের মাঝে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জি.পিএর নেত্রী অবধূতিকা আনন্দ  রূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা, অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্র্য, অবধূতিকা আনন্দ সুমিতা আচার্র্য, লতা গুহ প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে নারী ও পুরুষের অবদাান সমান সমান৷ উচিত নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা৷ তবেই সমাজের প্রকৃত প্রগতি সম্ভব৷ বর্তমানে নারীর ওপর ক্রমবর্ধমান নির্র্যতনের ঘটনা ঘটেই চলছে৷ এটা অত্যন্ত জঘন্য ব্যাপার৷ তাঁরা বলেন, সরকার ও সমাজের উচিত নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা৷ সামাজিক-অর্থনৈতিক, ধর্মীয়---সর্বক্ষেত্রেই নারী-পুরুষের সমাধিকার মেনে নেওয়া উচিত৷ তাঁরা পণপ্রথা প্রভৃতি সামাজিক কুসংস্কারেরও তীব্র প্রতিবাদ করেন৷ তাঁরা বলেন, পণপ্রথা রোধের উপায় মেয়েদের  অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করা ও ছেলেমেয়েদের মধ্যে আদর্শবাদের প্রচার করা৷ মনে রাখা দরকার, নারী-পুরুষ কেউ ছোট---কেউ বড় নয়, সমাজে উভয়ের  সমান মর্র্যদা৷ এই সমমর্র্যদা প্রতিষ্ঠার  মধ্যেই রয়েছে সামাজিক প্রগতি৷

স্মারকপত্র প্রদত্ত দাবীগুলির মধ্যে ছিল---

১) সমস্ত মেয়েদের  জন্যে সর্বস্তরে অবৈতনিক শিক্ষার  ব্যবস্থা করতে হবে৷

২) অর্থনৈতিকভাবে  সমস্ত মহিলাকে স্বনির্ভর  করতে হবে৷

৩) সমস্ত সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে নারীকে  পুরুষের সমান অধিকার দিতে হবে৷