পূর্ব মেদিনীপুরের বাকুল্দায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই অগাষ্ট ২০২২ তারিখে তমলুক ডিটে বাকুল্দা আনন্দমার্গ স্কুলে এক দিবসীয় ডিট্‌ লেবেল সেমিনার অনুষ্ঠিত হোল৷ উক্ত সেমিনারে আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও পূর্ব মেদিনীপুরের প্রাউটের ভুক্তি প্রধান শ্রীমানস কালসার প্রশিক্ষক ছিলেন৷ আচার্য দাদা ইষ্ট  ও আদর্শ ও জীবন মৃত্যু ও সংস্কার এ দুটি বিষয় আলোচনা করতে গিয়ে মানুষের জীবনকে আদর্শরূপে  গড়তে আত্ম দর্শন, পরগুণ দর্শন ও নিজগুন বর্জন এই তিনটির উপর গুরুত্ব দেন৷ অর্থনীতিতে গতিতত্ত্ব আলোচনা করতে গিয়ে  বর্তমান সমাজের যে অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি চলছে তা ঠিকমতো বুঝে নিয়ে সেমিনারে প্রায় শতাধিক আনন্দমার্গী ও কিছু নতুন মানুষ উপস্থিত ছিলেন৷ এই সেমিনারেরে অর্গানাইজার ছিলেন শ্রী অনিল বরণ মণ্ডল৷