পূর্ব সিংভূমে ‘আমরা বাঙালী’র জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

টাটানগর, ২২ শে এপ্রিল ঃ  গত রবিবার ঝাড়খন্ড রাজ্যে পূর্ব সিংভূম জেলার অধীনস্থ কদমায় ‘আমরা বাঙালী’র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়৷ এই সম্মেলনে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা এসে  যোগদান করেন ৷ উপস্থিত কর্মীরা ঝাড়খন্ড রাজ্যে বাংলা ভাষার ব্যাপক প্রসার ও প্রচারের জন্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন৷

অনুষ্ঠানের শুরুতে ‘‘বাংলা আমার দেশ বাংলাকে ভালবাসি’ সঙ্গীত পরিবেশনের পরে সম্মেলনের কাজ শুরু হয়৷ এরপর নিম্নে উল্লিখিত উপস্থিত কর্মীদের নিয়ে নোতুন জেলা কমিটি তৈরী করা হয়৷

কমিটির সদস্যরা হলেন---

সচিব---নারায়ণচন্দ্র সেন

যুগ্ম সচিব---প্রশান্ত মাহাত৷

সাংঘটনিক সচিব---গোপীনাথ মন্ডল

কার্যালয় অধ্যক্ষ---গুনাধীশ গড়াই৷

উন্নয়ন সচিব---সুবল চৌধুরী৷

সাংস্কৃতিক সচিব---দেবযানী বিশ্বাস৷

অর্থসচিব---ধরনীধর মাহাত৷

প্রচার জনসংযোগ সচিব---তুহীন বিশ্বাস৷ আন্দোলন সচিব---মাহনলাল রজক,  সদস্য---বুদ্ধেশ্বর মাহাত, জগবন্ধু মাহাত, যুগল কিশোর মাহাত ও শ্রীমতী অরুণা রায়৷  বাঙালী মহিলা সচিব--শ্রীমতী রেখা মাহাত৷