গত বুধবার থেকেই জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যাণ্ডের ম্যাচ দেখার জন্য ১০০ শতাংশ দর্শকদের অনুমতি দেওয়া হয়েছিল, আর প্রথম দিনেই দর্শকদের উদ্বেগ ছিল দেখার মতো৷ কিন্তু কোভিড বিধি শিকেয় তুলে দিয়ে এ কীরকম রূপ দর্শকদের৷ এই অতিমারির সময় যে ক্রিকেটের মতো জনবহুল খেলা দেখার অনুমতি সরকার যে দিয়েছে এটাই অনেক৷ আর এটা প্রত্যেককে দেওয়া হয়েছে সম্পূর্ণ কোভিড প্রোটোকলের আওতায় থেকে৷ কিন্তু অসচেতন দর্শক নিজেদের উদ্বেগের বশে নিজেদের হুঁশ হারিয়ে সমস্ত কোভিড বিধি ভঙ্গ করে ফেলেছেন৷ না না হলে কীভাবে কোন মাস্ক ছাড়া মাঠের মধ্যে দেখা গেল বহুল দর্শকদের৷ রাজস্থান সরকার জানিয়েছিল, মাঠে ঢুকতে গেলে দর্শকদের অন্তত একটি টিকাকরণের শংসাপত্র অথবা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক ধরে৷ রাজস্থান ক্রিকেট এ্যাসোসিয়েশন জানিয়েছে, ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ আগেই বেশির ভাগ আসন ভর্তি হয়ে গিয়েছিল৷ ম্যাচের মধ্যে কোভিড বিধি নিষেধের কোন তোয়াক্কাই কেউ করেনি৷
শুধু দর্শকদের দোষ দেওয়া যাবে প্রশাসনের কর্মচারীদেরও কোভিড বিধি ভাঙতে দেখা গেছে৷ মাঠে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মী পর্যন্ত কোভিড বিধি ভেঙেছেন৷ আগামী ২১শে নভেম্বর রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ আছে, পঞ্জাবের নমুনা তো দেখা গেল এবার দেখার পালা কলকাতা কতটা সচেতন৷