আনন্দনগর সংলগ্ণ ডামরুঘুটু গ্রামের বাসিন্দা রাধু সরেন আনন্দমার্গের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন৷ ১৯৯৫ সালের ৫ই এপ্রিল আনন্দনগরের ডামরুঘুটু গ্রামের তথাকথিত সাঁওতাল সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাস মুক্ত সমাজসেবী রাধু সরেন ছেলেকে সঙ্গে নিয়ে কোটশিলা থেকে নিজের গ্রাম ডামরুঘুটু আসার পথে চরগালি জঙ্গলে দিনের বেলায় তদানীন্তন শাসকদল মদতপুষ্ট কমিউনিষ্ট গুণ্ডারা নৃশংসভাবে তাঁকে কুপিয়ে হত্যা করে৷ সেই থেকে প্রতিবৎসর আনন্দনগরে ৫ই এপ্রিল ‘রাধু সরেন স্মৃতি দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে৷ এই উপলক্ষ্যে ৫ই এপ্রিল’২৩ চরগালি জঙ্গলে যেখানে তাঁকে হত্যা করা হয়েছিল সেখানে নির্মিত শহীদ বেদীতে মাল্যার্পণ ও ডামরুঘুটু গ্রামে ‘‘রাধু সরেন স্মৃতি ভবনে’’ তিনঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় ও রাধু সরেনের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, স্মৃতিচারনা ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷
সেবা কার্য ঃ ৫ই এপ্রিল’২৪ দধিচী রাধু সরেন স্মৃতি দিবস উপলক্ষ্যে তাঁর ছেলে ও মেয়ের (উভয়েই হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক ও শিক্ষিকা) পক্ষ থেকে শিশুদের শিক্ষা উপকরণ, দুঃস্থ বৃদ্ধা মহিলাদের শাড়ি ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷