রাজনৈতিক গণতন্ত্রের ধোঁকাবাজি নয় প্রাউটিষ্টদের দাবী---অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গের দর্শন ভিত্তি ষান্মাসিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে দিল্লী সেক্টরের প্রতিটি ডায়োসিসে৷ এই আলোচনায় আধ্যাত্মিক দর্শনের সঙ্গে সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্র প্রসঙ্গও আছে৷

প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে প্রাউট প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার বলেছেন--- বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে গণতন্ত্রের নামে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এমন এক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যার পরিণতিতে জনগণ চরম মানস-অর্থনৈতিক শোষণের শিকার হয়েছে৷ জনগণকে বোঝান হয়েছে রাজনৈতিক গণতন্ত্রের থেকে ভাল ব্যবস্থা আর কিছু হতে পারে না, যা জনগণের সঙ্গে এক প্রকার প্রতারণাই করা হয়েছে৷ কারণ এই রাজনৈতিক গণতন্ত্র জনগণকে কাগজে কলমে বোটাধিকার দিলেও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিপতিদের প্রতিনিধি শাসক দলের হাতেও নেই৷ রাজনৈতিক গণতন্ত্রে শাসককেও পুঁজিপতিদের অঙ্গুলী হেলনে চলতে হয়৷ কারণ পুঁজিপতিদের অর্থে রাজনৈতিক দলগুলি পুষ্ট হয়৷ তাই রাজনৈতিক গণতন্ত্রে প্রত্যক্ষভাবে অর্থনৈতিক ব্যবস্থা ও পরোক্ষভাবে রাষ্ট্রের শাসনভার পুঁজিপতিরাই নিয়ন্ত্রণ করে৷ এরই পরিণতিতে বর্তমানে অর্থনৈতিক বৈষম্য, ক্রয় ক্ষমতায় প্রচণ্ড অসাম্য, বেকার সমস্যা, দারিদ্র্য, শিক্ষা জগতে বিশৃঙ্খলা এক কথায় গণতন্ত্রের নামে এ-এক চোখ ধাঁধানো শোষণমূলক ব্যবস্থা৷

প্রাউট জনগণকে এই অসহনীয় কষ্ট ও দুর্দশা থেকে মুক্তি দিতে অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা চায়৷ অর্থনৈতিক গণতন্ত্রের সারকথা আর্থিক পরিকল্পনায় আর্থিক ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় মানুষের হাতে থাকবে৷ জনগণের হাতে অর্থনৈতিক অধিকার তুলে দিলে তবেই মানুষ আর্থিক দুর্দশা থেকে মুক্তি পাবে৷ প্রাউটের দৃষ্টিতে অর্থনৈতিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণই সাধারণ মানুষের জীবন ধারণের নূ্যনতম প্রয়োজনপূর্ত্তি সুনিশ্চিত করবে৷ নূ্যনতম প্রয়োজন পূর্ত্তি সুলভ হলে তবেই মানুষের সার্বিক বিকাশ সম্ভব হবে৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন প্রাউট অর্থনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়িত করার ক্ষমতা স্থানীয় জনগণের হাতে থাকবে, এখানে বহিরাগতের কোন অধিকার থাকবে না৷

মানুষের আর্থিক ব্যবস্থার উন্নতি সাধন করতে পারলে, তবেই মানুষ স্বাধীনতার অমৃতকাল উপলব্ধি করতে পারবে৷