রাজ্যে পুরবোটের প্রস্তুতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অভাবনীয় সাফল্যের পর এবার রাজ্য সরকার পুরবোটের  প্রস্তুতি নিতে শুরু করলো রাজ্যে এখন ১১৪টি পুরসভায় প্রশাসকরা কাজ চালাচ্ছেন৷ রাজ্য সরকার আগেই জানিয়েছিলেন বিধানসভার উপনির্বাচনের পর পুরসভার নির্বাচন করা হবে৷ ২রা নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণার পরেই পুরবোটের দিকে এগোচ্ছে সরকার৷ প্রথম পর্যায়ে হাওড়া ও কলকাতা পুরসভার বোট করতে চায়৷ সরকারের লক্ষ ১৯শে ডিসেম্বর বোট করা৷ তবে এ বিষয় রাজ্য নির্বাচন কমিশন এখনও মুখ খোলেন নি৷ তবে সরকার নিয়ম মেনে  আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার সূত্রে এমনটাই জানা গেছে৷