কথায় বলে রাখে হরি মারে কে---এই প্রবাদবাক্যের সত্যতা আবার একবার সবার সামনে এল একটি আশ্চর্য ঘটনায়৷ চতুর্থ শ্রেণীর ছাত্রী নয় বছরের অন্বেষা খেলতে খেলতে দশতলা বাড়ী থেকে নীচে পড়ে যায়৷ মাথার খুলি ভেঙে হাড়ের অংশ ঢুকে যায় মাথার মধ্যে৷ ঘটনাস্থল কলকাতার মহেশতলায় সারেঙ্গাবাদ৷ রক্তাক্ত মেয়েকে নিয়ে সি.এম.আর.আই হাসপাতালে ছোটে পরিবার৷ ভর্ত্তির সময় প্রাণ ছিল সামান্য৷ শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু রায়ের তত্ত্ববধানে চিকিৎসা শুরু হয়৷ জীবনের আশা না রেখেই ডাক্তাররা চিকিৎসা শুরু করে৷ ২২দিন কোমায় ছিল শিশুটি৷ কোমার মধ্যেই দু-সপ্তাহ পরে অপারেশন করে খুলির হাড়ও মাথায় মেরামত করেন স্নায়ুশল্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অজয় আগরওয়াল৷ দুর্ঘটনার ২২দিন পর চোখ মেলে চায় শিশুটি৷ জ্ঞান ফেরার পর মায়ের সঙ্গে কথা বলে৷ সকলকে চিনতে পারে৷ খাবারও খায়৷ দুমাস হাসপাতালে থেকে পুরোপুরি সুস্থ হয়ে অবশেষে বাড়ী ফেরে৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়