গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় মেদিনীপুর ডায়োসিসের অন্তর্গত রামচন্দ্রপুর আনন্দতীর্থে আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমক সহকারে সুসম্পন্ন হল৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব শ্রদ্ধেয় আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সমাজ সেবী জনপ্রিয় চিকিৎসক ডাঃ অরুণ গিরি মহাশয়৷ সম্মানীয় অতিথিরূপে উপস্থিত ছিলেন আনন্দমার্গ কেন্দ্রীয় সমিতির সদস্য প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, কলকাতা থেকে আগত আদর্শপিতা শ্রীনিরঞ্জন দত্ত মহাশয় ও রসায়ন বিজ্ঞানের আদর্শ শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা দত্ত মহাশয়া৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রাদের পরিবেশিত আনন্দবাণী, বেদমন্ত্র পাঠ ইংরাজী বাংলা ছড়া, প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য উপস্থিত সবাইকে মুগ্দ করে৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যনাট্য ‘সমর্পণ’ উপস্থিত সবার বিশেষ প্রশংসা অর্জন করে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ অরুণ গিরি তার বক্তব্যে বলেন---অবধূত সন্ন্যাসীগণ দেবদূত রূপে ৫০ বছর পূর্বে এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে এসেছিলেন৷ তাঁদের সেবায় এই অঞ্চল আদর্শ শিক্ষার সন্ধান পেয়েছিল৷ আমরা তাদের নিকট কৃতজ্ঞ৷ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন--- অর্দ্ধ শতাব্দী বর্ষ পূর্বে কল্যাণময় গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আশীবর্বাদ নিয়ে ও স্থানীয় কয়েকজন মহৎ মানুষকে সাথে নিয়ে এই জঙ্গল মহলে এসেছিলাম মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের ব্রত নিয়ে৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এই সেবাযজ্ঞের নাম দিয়েছিলেন আনন্দতীর্থে রয়েছে দু’টি প্রকল্প৷ একটি প্রশিক্ষণ কেন্দ্র ও আরেকটি আদর্শ শিক্ষা কেন্দ্র৷ প্রশিক্ষণ কেন্দ্রে ভারতীয় দর্শন অষ্টাঙ্গ যোগ ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত অধ্যাত্ম দর্শন ও ভারতবর্ষ ও বহিভারত হতে বহু সৎ ও আদর্শ পরায়ণ মানুষ এই প্রান্তে ধর্ম, দর্শন ও যোগ বিদ্যা প্রচার কার্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন৷ আদর্শ শিক্ষণ কেন্দ্র আনন্দমার্গস্কুলে ভারতীয় গুরুকুল শিক্ষায় বিদ্যার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে৷ শিক্ষা জীবনের পরিপূর্ণতা৷ পরিপূর্ণ জীবনের শিক্ষাই দেওয়া হয় এই আনন্দমার্গস্কুলে৷ পঠন-পাঠন, চরিত্র গঠন, সাংস্কৃতিক চর্চার জন্য এই বিদ্যালয়ের সুনাম জঙ্গল মহলের সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল আচার্য কল্পনাথানন্দ অবধূত বিদ্যালয়টির সার্বিক উন্নতির জন্য সমস্ত অভিভাবক অভিভাবিকা ও স্থানীয় জনসাধারণের নিকট আবেদন রাখেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়