রামনগরে প্রভাতসঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 কাঁথি ঃ গত ৩০ শে সেপ্ঢেম্বর রামনগরে আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ রাওয়ার স্থানীয়  শাখার উদ্যোগে রামনগর হাইস্কুলে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অংকনের এই প্রতিযোগিতাতে মোট ১২২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতার পর ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়৷ এই মনোরম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নিতাই চরণ সার, অন্যান্য অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন  শ্রীপতি দাস  (প্রধান শিক্ষক), ডঃ গৌতম প্রধান (বিশিষ্ট চিকিৎসক, আচার্য, পুণ্যব্রতানন্দ অবধূত, শ্রীবিদ্যাসাগর  মাহাত (রাওয়া সম্পাদক), শ্রী মনোহর মাহাত (কোষাধক্ষ) প্রমুখ৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিজয়ানন্দ মাইতি, বিশ্ববন্ধু কর, শ্রীকৃষ্ণ পাত্র, সিদ্ধার্থনন্দী, শম্ভূ শীট, প্রমুখ৷ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক দর্শক উপস্থিত ছিলেন৷  সবাই প্রভাত সঙ্গীতের  ভূয়সী প্রশংসা করেন৷