রাণীহাটীতে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে আগষ্ট রাণীহাটিতে স্থানীয় কমিটির উদ্যোগে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এতে শতাধিক প্রতিযোগী নৃত্য, গীত ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে পর প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷

আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, শ্রী বকুল চন্দ্র রায়, অমিয় পাত্র, সুব্রত সাহা, রামকৃষ্ণ ঘোষ, জয়ন্ত শীল প্রমুখের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷