গত ১৪ই সেপ্ঢেম্বর সন্ধ্যায় প্রভাত সঙ্গীত দিবসে শিলচরের উধবন্দের অডিটোরিয়ামে মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার তথা পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে নিবেদিত হল দৃষ্টিনন্দন শ্রুতিমধুর প্রভাত সঙ্গীতাঞ্জলি প্রীতির ছন্দে গানে অমৃতের সন্ধানে৷ উদ্ধোধনী অনুষ্ঠান সঙ্গীতগুরুর তথা ধর্মগুরুর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর উদ্দেশ্যে গুরুবন্দনা নিবেদন করেন বিশিষ্ট রাওয়া-শিল্পী শ্রী বাপ্পাদিত্য কানুুনগো৷ রাওয়া পক্ষ থেকে এই এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় সাহিত্যিক সঙ্গীতজ্ঞ অধ্যাপিকা শ্রীমতী অদিতি এন্দো মহাশয়াকে৷ পুষ্পস্তবক, উত্তরীয় ও অভিজ্ঞান পত্রে তাঁকে সম্বর্ধিত করেন উদারবন্দ আনন্দমার্গ হাইস্কুলেব প্রিন্সিপাল অবধূতিকা আনন্দ অরুন্ধুতী আচার্যা৷ সম্বর্ধনার পর অদিতি এন্দো মহাশয়া শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদান ও প্রভাত সঙ্গীতের ভাব-ভাষা-সুরের অভিনবত্ব নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন৷
শিলচর, কলকাতা আগরতলা ও হফলং--এর বেতারও দূরদর্শনের শিল্পীবৃন্দ বিভিন্ন রাগাশ্রয়ী প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও কলাক্ষেত্রমের ছাত্র-ছাত্রাবৃন্দ৷ সবশেষে তাঁরা আচার্য ত্র্যম্বকেশ্বরানন্দ অবধূতের গ্রন্থনায় প্রভাত সঙ্গীত অবলম্বনে বাঁশী নৃত্যনাট্য পরিবেশন করে-দর্শকদের বিশেষভাবে মুগ্দ করেন৷ প্রভাত সঙ্গীতের ভাব-ভাষা-সুরের বৈচিত্র্য, মধুরতা, দর্শনচিন্তা ও শ্রেষ্ঠত্ব নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অরুন্ধতী আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন শ্রী বিপ্লব বিশ্বাস ও শ্রীমতী সুস্মিতা দে৷