সংবাদদাতা
পি.এন. এ.
সময়
ভারতের রাষ্ট্রপতি পদে বিজেপির তালিকায় আছে ঝাড়খন্ডের বর্তমান রাজ্যপাল দ্রৌপদী মুর্মু৷ দ্রৌপদী মুর্মু ওড়িশার ২বার বিজেপি বিধায়ক ছিল৷ নবীন পট্টনায়কের নেতৃত্ত্বাধীন প্রথম এন ডি এ মন্ত্রিসভায় তিনি রাজ্যের বাণিজ্য মন্ত্রীও ছিলেন৷ তাছাড়া আদিবাসী মহিলা হবার সুবাদে এঁকেই বিজেপি রাষ্ট্রপতি প্রার্থী করার কথা ভাবছে৷
যদিও এই পদের জন্যে প্রাথমিকভাবে আদবানি, সুমিত্রা মহাজন প্রমুখের কথাও শোনা যাচ্ছে৷ তবে দ্রৌপদীর দিকে এখন পাল্লায় ভারী৷