রাষ্ট্রসঙ্ঘে স্বীকৃতি পেল বাংলা ভাষা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই জুন রাষ্ট্র সংঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বহুভাষাবাদের পক্ষে অ্যান্ডোরা ও কলম্বিয়ার আনা প্রস্তাব গৃহীত হয়৷ গৃহীত প্রস্তাবে বাংলাভাষাকে বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়৷ এই সঙ্গে হিন্দী ও উর্দুও স্থান পথ তালিকায়৷ রাষ্ট্রসংঙ্ঘের  সচিবালয়ের কাজ মূলত ইংরেজী ও  ফরাসি ভাষায়৷ এছাড়া রাষ্ট্রসংঘ সরকারী ভাবে স্বীকৃত আরও ৪টি ভাষা---আরবি, চীনা, রুশ ও স্প্যানিশ,এবার বেসরকারীভাবে বাংলাভাষা রাষ্ট্র সংঙ্ঘে স্বীকৃত হওয়ায় রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন ভাষার সঙ্গে বাংলা ভাষাতেও বিভিন্ন তথ্য পাঠানো হবে৷ বাঙলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা সরকারী ভাষা হিসেবে স্বীকৃতির দাবী তুলেছে৷