গত শুক্রবার রাতে লাদাখের প্রান্তবর্তী গ্রাম হ্যানলের আকাশ লাল আলোয় ঢেকে যায়৷ সেই সময় যাঁরা ওই গ্রামে ছিলেন, তাঁদের কেউ কেউ সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেন৷
কিন্তু কী কারণে এই লাল আলোর ছটা দেখা গেল লাদাখে? সম্প্রতি একটি সৌরঝড় আছড়ে পড়েছে মহাকাশে৷ তার প্রভাব পড়েছে পৃথিবীতেও৷ উত্তর ইউরোপ, অস্ট্রেলেশিয়া অঞ্চলের বহু দেশে রাতের আকাশে দেখা গিয়েছে মেরুপ্রভা বা মেরুজ্যোতি৷ তারই প্রভাব লাদাখে পড়েছে বলে মনে করা হচ্ছে৷ যদিও মেরুপ্রভা সচরাচর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ও সংলগ্ণ অঞ্চলে লক্ষ করা যায়৷ ভৌগলিক অবস্থানের নিরিখেই লাদাখের মতো জায়গায় মেরুপ্রভার দর্শন পাওয়া প্রায় বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে৷
কয়েকটি দেশে কিছু সময়ের জন্য টেলি যোগাযোগ ব্যবস্থায় সাম্প্রতিক এই সৌরঝড়ের প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে৷ নাসার বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়৷ এর ফলে কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে৷ সৌরজগতে তার প্রভাব পড়া অনিবার্য৷ তার উপরে গত ২০ বছরে এমন সৌরঝড় হয়নি বলে দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ৷
নাসার বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে৷ জিপিএস, বেতার যোগাযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে তার প্রভাবে৷ এমনকি, সৌরঝড় প্রভাব ফেলতে পারে ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও৷ কোথাও কোথাও বিদ্যুৎবিভ্রাটের ঘটনাও বিরল নয়৷