স্নাতকদের চাকরির জন্য প্রস্তুত হতে সাহায্য করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ৷ এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ তাতে বলা হয়েছে, আইআইটি মাদ্রাজ প্রবর্তক টেকনোলজিস ফাউন্ডেশনের তরফে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে৷ প্রশিক্ষণের জন্য অংশগ্রহণকারীদের কোনও ফি জমা দিতে হবে না৷
আগ্রহীদের ২০২৩ কিংবা ২০২৪-এ কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত কিংবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে৷ স্নাতক স্তরে তাঁদের অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন৷ ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে যাঁরা চাকরি করতে চান, তাঁরা এই প্রশিক্ষণে যোগদান করার সুযোগ পাবেন৷
বাছাই করা পড়ুয়াদের তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে৷ ক্লাস শুরু হবে জুলাই মাসে, শেষ হবে সেপ্ঢেম্বরে৷ এই ক্লাসে নেটওয়ার্কিং এসেনশিয়ালস, ক্লাউড ফান্ডামেন্টালস, টিকিটিং টুলস, লিনাক্স অ্যান্ড উইন্ডোজ বেসিকস, স্টোরেজ অ্যান্ড ব্যাকআপ ফান্ডামেন্টালসের মত বিষয়গুলি শেখানো হবে৷ পাশাপাশি, মক ইন্টারভিউ, ক্যাম্পেনের ব্যবস্থা থাকবে৷
এই প্রশিক্ষণের সুযোগ পেতে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে৷ বাছাই করা প্রার্থীদের সঙ্গে আইআইটি মাদ্রাজের তরফে যোগাযোগ করে নেওয়া হবে৷