রিয়াং শরণার্থীদের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা, গত ২৫শে জুলাই উত্তর ত্রিপুরার দাম ছড়ায় রিয়াং শরণার্থীদের সরকারী জমিতে পুনর্বাসন দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধে৷ বেশ কয়েকজন সংঘর্ষে আহত হয়, ঘর বাড়ীতে অগ্ণি সংযোগ করা হয়৷ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছে৷ মিজোরামে দুটি জাতিগোষ্ঠীর বিবাদের কারণে মিজোরামের রিয়াং জনগোষ্ঠীর লোকজন মিজোরাম ছেড়ে উত্তর ত্রিপুরার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে৷

ত্রিপুরা সরকার তাদের মিজোরামে ফেরৎ পাঠাবার ব্যবস্থাপনা করে তাদের নিয়ে রাজনীতি করছে৷ গত ২৭শে জুলাই দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন আমরা বাঙালী দলের ত্রিপুরা রাজ্যসচিব গৌরাঙ্গরুদ্র পাল৷ দামছড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গৌরাঙ্গরুদ্র পাল বলেন ত্রিপুরা সরকার রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দিতে ৬০০ কোটি টাকা খরচ করছেন৷ ওদিকে রিয়াং শরণার্থীদের সঙ্গে স্থানীয় মানুষের একের পর এক সংঘর্ষ ঘটছে৷ সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না৷ বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে৷ অথচ ১৯৮০-র দাঙ্গায়  গৃহহারা বাঙালীদের পুনর্বাসনের কোন ব্যবস্থা সরকার নিচ্ছে না৷ আমরা বাঙালী রাজ্য সচিব অবিলম্বে এইসব বাঙালীদের পুনর্বাসনের দাবী তোলেন৷