রথযাত্রার নাম করে রাজনৈতিক প্রচারে সুপ্রিম কোর্টের---না

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সুপ্রিম কোর্টে নাকচ হয়ে গেল বিজেপির প্রস্তাবিত  রথযাত্রা৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, রথযাত্রা বাদ দিয়ে বিজেপি জনসভা করতে চাইলে  তা করতে পারে৷

তাঁরা রাজনৈতিক মিছিল মিটিং করতে চান করুন, কিন্তু ‘রথযাত্রা’র নাম করে কেন? এতো ধর্মের আবেগকে  রাজনৈতিক প্রচারে কাজে লাগানো --- যা অনুচিত৷ এভাবে  রাজ্যে শান্তি-শৃঙ্খলা  নষ্ট করা কাম্য নয় বলেই আদালতে  জানিয়েছে৷