প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে সেটাকে অপপ্রয়োগ করার প্রবণতা অর্থাৎ সাইবার হামলা ও দুর্নীতি৷ আগামী দিনে সাইবার দুর্নীতি সব কিছুকে ছাপিয়ে যাবে৷ যা রুখতে প্রতিটি রাজ্যকে আলাদা করে পরিকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়েছে কেন্দ্র৷
নোট বাতিলের পর থেকে দেশে ডিজিটাল লেনদেন বেড়েছে৷ বিশেষ করে খুচরো লেনদেনের একটি বড় অংশই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে৷ সেই সঙ্গে বাড়ছে সাইবার দুর্নীতি৷ বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকেরা যেমন সাইবার প্রতারণা শিকার হচ্ছেন, তেমনই সাইবার হামলার কারণে দেশের সুরক্ষা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য গবেষণামূলক প্রতিষ্ঠান বিপদের মুখে৷ ডিজিপি সম্মেলনে সাইবার নিরাপত্তা রুখতে এণ্ড টু এণ্ড নিরাপত্তার পক্ষে সওয়াল করা হয়েছে৷ যা নিশ্চিত করতে কেন্দ্র-রাজ্যের পাশাপাশি প্রয়োজনে বেসরকারি সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে৷