সাইকেল যুগ ফিরছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০১৪ এই মোদি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পঞ্চাশ টাকার নীচে থাকবে পেট্রোল ডিজেলের দাম৷ এই মুহুর্তে পেট্রোল সেঞ্চুরি করেছে, ডিজেল ৮০ পার করেছে, গ্যাস ৮৫০ টাকা ছুঁতে চলেছে৷ কোথায় গিয়ে থামবে কেউ জানে না৷ তবে এটা স্পষ্ট এই বিজেপি ভোটের আগে যে প্রতিশ্রুতি দেয়,ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিপরীত পথে চলে যায়৷

মোদি সরকারের প্রতিশ্রুতি ছিল ডিজিটাল ইন্ডিয়া৷ কিন্তু যেভাবে দিন দিন জ্বালানীর দাম বাড়ছে তাতে চতুষ্পদ বাহিত যানের কদর দেশে বাড়বে৷ ইতিমধ্যে অনেকেই মোটর বাইক ছেড়ে সাইকেল ধরেছে৷ করোনাকালে অনেকেই সামাজিক দুরত্ব বজায় রাখতে ট্যাক্সি বাস ছেড়ে মোটর সাইকেল ধরেছিল৷ কিন্তু যেভাবে দিন দিন জ্বালানীর দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ এবার সাইকেলে যাত্রা শুরু করবে৷ এই নিয়ে সোস্যাল মিডিয়ায় নানা ধরণের  ব্যঙ্গ কার্টুনের ছড়াছড়ি৷ মোদি সরকারের অবশ্য এসবের দিকে নজর নেই৷ তারা এখন বঙ্গ দখলের নেশায় সোনার বাঙলার স্বপ্ণ ফেরি করে বেড়াচ্ছে৷