শালবনী ব্লকের জাড়া গ্রামে জাড়া মিরগা দুর্র্গেৎসব কমিটির আমন্ত্রণে আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ রেঁণেশা আর্টিস্টস্ এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের, মেদিনীপুর শাখার পক্ষ থেকে ২৬শে সেপ্ঢেম্বর (মঙ্গলবার) মহাষষ্ঠীর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল৷ প্রভাতসঙ্গীত ‘সবারে করি আহ্বান’-সমবেত কন্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ এরপরে মঞ্চে পরিবেশনকরা হয় মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত কৌশিকী নৃত্য৷ সোমা বেহারা, স্বাগতা ভুঁইয়্যা ও সুপ্রিয়া পাত্র এই কৌশিকী নৃত্য পরিবেশন করেন৷ প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সোমা পাত্র, কুসুমিতা সাধু, অনিন্দিতা সাধু ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ কীবোর্ড ও তবলায় ছিলেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও কৃষ্ণেন্দু ঘোষ৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন ছন্দশ্রী সাহু, বিথীকা দেব ও পিয়ালী নস্কর৷ একক ও সমবেত নৃত্য সকলের মন জয় করে নেয়৷ সবশেষে পরিবেশিত হয় নাটক মুক্ত ভূমির মেয়ে৷ আচার্য তন্ময়ানন্দ অবধূত রচিত ও নির্দেশিত এই নাটকটি মঞ্চস্থ করেন মেদিনীপুর-শিল্পীগোষ্ঠী৷ নারী শোষণ ও নির্র্যতনের বিরুদ্ধে তথা নারী স্বাধীনতার ওপর আধারিত এই নাটকটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শ্রীনবকুমার সাহু ও শ্রীমতী শিপ্রা সাহু৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়