শালবনীর জাড়া গ্রামে রাওয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 শালবনী ব্লকের জাড়া গ্রামে জাড়া মিরগা দুর্র্গেৎসব কমিটির আমন্ত্রণে আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ রেঁণেশা আর্টিস্টস্ এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের, মেদিনীপুর শাখার পক্ষ থেকে ২৬শে সেপ্ঢেম্বর (মঙ্গলবার) মহাষষ্ঠীর সন্ধ্যায় এক সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়ে গেল৷ প্রভাতসঙ্গীত ‘সবারে করি আহ্বান’-সমবেত কন্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ এরপরে  মঞ্চে পরিবেশনকরা হয় মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত কৌশিকী নৃত্য৷ সোমা বেহারা, স্বাগতা ভুঁইয়্যা ও সুপ্রিয়া পাত্র এই কৌশিকী নৃত্য পরিবেশন  করেন৷   প্রভাত সঙ্গীত পরিবেশন  করেন সোমা পাত্র, কুসুমিতা সাধু, অনিন্দিতা সাধু ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ কীবোর্ড  ও  তবলায় ছিলেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও কৃষ্ণেন্দু ঘোষ৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্য পরিবেশন করেন ছন্দশ্রী সাহু, বিথীকা দেব ও পিয়ালী নস্কর৷ একক ও  সমবেত নৃত্য সকলের মন জয় করে নেয়৷ সবশেষে পরিবেশিত হয় নাটক মুক্ত ভূমির মেয়ে৷  আচার্য তন্ময়ানন্দ অবধূত রচিত ও নির্দেশিত এই নাটকটি মঞ্চস্থ করেন মেদিনীপুর-শিল্পীগোষ্ঠী৷ নারী শোষণ ও নির্র্যতনের বিরুদ্ধে তথা নারী স্বাধীনতার ওপর আধারিত এই নাটকটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শ্রীনবকুমার সাহু ও শ্রীমতী শিপ্রা সাহু৷