সামাজিক বিদ্বেষ অর্থনৈতিক বৈষম্য দুর করতে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 প্রাউটের সর্বস্তরের কর্মীদের বর্তমান, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে  প্রাউটিষ্ট কর্মীদের সচেতন করতে আগামী ১৭ থেকে ২১শে ডিসেম্বর,২০২৩ প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের উদ্যোগে মেদিনীপুর শহরে কেরানীটোলায় আনন্দমার্গ স্কুলে পাঁচদিন ব্যাপী প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ এই শিবিরে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল দিল্লী সেক্টরের সমস্ত স্তরের কর্মীবৃন্দ যোগ দেবেন৷ প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের দিল্লী সেক্টরের চিফ সেক্রেটারী আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন–মানব সভ্যতা আজ এক চরম সংকট মুহূর্তে এসে উপনীত হয়েছে৷ মানবিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবিচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির নামে বেলেল্লাপনা, ধর্মের নামে সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য, অসহ্য দারিদ্র্য ও অনাহার সব একসঙ্গে সমাজকে অক্টোপাশের মত বেঁধে ফেলেছে৷ বিশ্বায়নের নামাবলি গায়ে দিয়ে পুঁজিবাদ আজ গ্রাস করেছে সারা বিশ্বের অর্থনীতিকে৷ একদিকে জমেছে পুঁজির পাহাড় অন্যদিকে দারিদ্র্য ও বেকারত্বের হাহাকার বেড়েই চলেছে৷ পুঁজিবাদী ও জড়বাদী আগ্রাসনে আজ যেমন সমাজের অর্থনীতি বিপন্ন, তেমনি বিপন্ন শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা–সমাজের সব কিছুই৷ 
এই পরিস্থিতিতে নির্যাতিত মানবতাকে রক্ষা করতে এগিয়ে এসেছে মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রগতিশীল উপযোগ তত্ত্ব–সংক্ষেপে প্রাউট ত্নত্মত্থহুবগ্গ৷
প্রাউট দর্শনকে বাস্তবায়িত করা হলে সমাজের প্রতিটি মানুষ বেঁচে থাকার উপকরণ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা অর্থাৎ নূ্যনতম প্রয়োজন পূর্ত্তির গ্যারান্টি পাবে৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা ও সমবায় প্রথা রূপায়ণে সমাজের সর্বস্তরের মানুষ পাবে ক্রয় ক্ষমতার গ্যারান্টি৷ আধ্যাত্মিকতা, নব্যমানবতাবাদ ও বিশ্বৈকতাবাদের ভিত্তিতে সর্বপ্রকার শোষণমুক্ত নোতুন বিশ্ব গড়ে তোলাই প্রাউটের লক্ষ্য৷ প্রাউট বিশ্বের সমস্ত সমস্যারই সমাধানের পথ দেখাচ্ছে৷
এই শিবিরে প্রাউটের আলোকে বর্তমান সমাজের জ্বলন্ত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যাগুলির সুষ্ঠু সমাধানের পথ সম্পর্কে বিশিষ্ট প্রাউট–তাত্ত্বিকগণ আলোচনা করবেন৷ প্রাউটের আদর্শকে কীভাবে সমাজের  ছাত্র, যুব, কর্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী ও মহিলা সমাজের কাছে পৌঁছে দেওয়া যাবে সে বিষয়েও বিশদ আলোচনা করা হবে৷ এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাউটের ওয়ার্কশপ, তাৎক্ষণিক বক্তব্য, বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশ্য সভারও আয়োজন করা হয়েছে৷