সামান্যতম নৈতিক চেতনার অভাব

সংবাদদাতা
পি.এন. এ.
সময়

মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক চেতনার অভাব মানুষকে যে কত নীচে নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বজবজ মাংস কাণ্ড৷

কলকাতার দক্ষিণ শহরতলির গাঁ ঘেঁষা বজবজের ভাগাড়ে  ফেলে দেওয়া গোরু, ছাগল, কুকুর, বেড়ালের মৃতদেহের ছাল ছাড়িয়ে তা থেকে মাংস বের করে টুকরো টুকরো করে কেটে প্যাকেট বন্দী করে এসি ট্যাক্সিতে করে পাঠানো হ’ত কলকাতার বিভিন্ন রেঁস্তোরাঁ ও হোটেলে৷প্রতিদিন এমনিভাবে এখান থেকে ৪০/৪৫  কিলো মাংস পাচার হত৷

কিন্তু সম্প্রতি ধরা পড়ে যায়৷  ওই মাংস নিয়ে যেতে গিয়ে এসি ট্যাক্সিটি একটি বড় গর্তে পড়ে যায়৷ তখন গর্ত থেকে ট্যাক্সিকে তুলতে গিয়ে ডিকি থেকে মাংসের প্যাকেট

বের করতে  হয়৷ তখনই তা লোকচক্ষে আসে৷  আশপাশের মানুষের সন্দেহ হয়৷ লোকে ট্যাক্সিটিকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতে থাকে৷ পরে পুলিশ আসে৷ তদন্ত শুরু হয়ে যায়৷

পুলিশী তদন্তে জানা যায়, পুরসভার জনৈক কর্মী রাজা মল্লিক এই কাণ্ডের সঙ্গে জড়িত৷ পাচার কার্যে অন্ততঃ ৬ জন আছে৷ শ্যামলাল নামে জনৈক ট্যাক্সিওয়ালার ট্যাক্সিতে করে এই মাংস পাচার হ’ত৷