গত ৪ঠা আগষ্ট নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হয় কৃষ্ণগঞ্জে৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন, ভুক্তিপ্রধান বৃন্দাবন বিশ্বাস, অনিল বিশ্বাস ও ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ সেমিনারের আয়োজন করেন সুব্রত দাসঙ্গী উপস্থিত ছিলেন ব্লকের প্রায় ৪১ জন কর্মী৷ গত ১৩ই আগষ্ট অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয় চাকদহ ব্লকে৷
এখানে প্রশিক্ষক ছিলেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, মনোরঞ্জন বিশ্বাস ও বৃন্দাবন বিশ্বাসঙ্গী সেমিনারের আয়োজন করেন তাপস দাসঙ্গী এখানে ৩০ জন মার্গী ভাই-বোন উপস্থিত ছিলেন৷
২০শে আগষ্ট গৌরাঙ্গ মল্লিকের পরিচালনায় সেমিনার অনুষ্ঠিত হয় নাকাশীপাড়া ব্লকে৷ ব্লকের ৩৫ জন মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷ প্রশিক্ষক ছিলেন মনোরঞ্জন বিশ্বাস,বৃন্দাবন বিশ্বাস ও স্বরজিত মণ্ডল৷
সুকান্ত বিশ্বাসের পরিচালনায় রানাঘাট ব্লক স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ২৭শে আগষ্ট এখানে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গোরাচাঁদ দত্ত, মনোরঞ্জন বিশ্বাস, বৃন্দাবন বিশ্বাস ও ডায়োসিস সচিব আচার্য বিশ্বগানন্দ৷ অবধূত সেমিনারে উপস্থিত ছিলেন ২৫জন কর্মী৷