সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৮ই অক্টোবর শারদ চতুর্থীর দিন আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের চুঁচুঁড়া শাখার পক্ষ থেকে চুঁচুঁড়া আনন্দমার্গ সুকল প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রপ্রদান করা হয়৷ চুঁচুঁড়া আনন্দমার্গ ত্রাণ শাখা প্রতি বছরেই শারদ - উৎসবে বস্ত্র বিতরণ করে থাকেন৷ এই কাজে সুকলের অভিভাবক অভিভাবিকা ও মার্গের সদস্যবৃন্দ সাহায্য করেন৷ এ বছরে ৮৮জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়৷
এই দিন আলিপুর দুয়ার ডায়োসিসের পক্ষ থেকেও ২৫ জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র প্রদান করা হয়৷ আলিপুরদুয়ার ডায়োসিস সচিব এই সংবাদ দেন৷
বাঁকুড়া জেলার দুর্লভপুর আনন্দমার্গ সুকলের পক্ষ থেকে গত ১৭ই অক্টোবর ২৫০টি শাড়ি ও ১০০ ছেলে মেয়ের মধ্যে পোষাক বিতরণ করা হয় বলে সুকলের অধ্যক্ষা আচার্যা সত্যনিষ্ঠানন্দ অবধূত জানান৷