এলাঙ্গী, নদীয়া ঃ গত ৯ই অক্টোবর ২০২৪ নদীয়া জেলা আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিম এর পক্ষ থেকে নদীয়া জেলার প্রত্যন্ত গ্রাম এলাঙ্গীতে ৯ই অক্টোবর ২৪ ভুক্তিপ্রধান (নদীয়া) ডাঃ বৃন্দাবন বিশ্বাস এর গৃহপ্রাঙ্গনে শারদীয়া উপলক্ষে ৭০ জন দুস্থঃ মহিলার হাতে নূতন বস্ত্র তুলে দেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত, ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা কূষ্ণনগর ইউনিট সচিব আনন্দমন্ডল তরুন আনন্দমার্গী শ্রী মনোতোষ মজুমদার ও এলাঙ্গী আনন্দমার্গ স্কুলের শিক্ষক শ্রীমিলন ভাই শ্রী সুব্রতভাই ছাড়া আরও অনেকে৷
চাকদহ, নদীয়া ঃ গত ৮ই অক্টোবর ২৪ নদীয়া জেলা আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিম চাকদহ শাখার এর পক্ষ থেকে নদীয়া জেলার মদনপুর আনন্দমার্গ স্কুলে ৮ই অক্টোবর ২৪ শারদীয়া উপলক্ষে ৭০ জন দুঃস্থ মহিলার হাতে নূতন বস্ত্র তুলে দেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা ,ভি এস এস সচিব- শ্রী বিবেকজ্যোতি সরকার আনন্দমার্গ মহিলা কল্যান শাখার নদীয়া জেলা সচিব-শ্রীমতী কাজল সরকার, নদীয়া জেলা গার্লস ভলান্টিয়ার সচিব শ্রীমতী তনুকা সরকার, প্রবীনা আনন্দমার্গী দিদি শ্রীমতী মায়া দাস, শ্রীমতী তপতী ঘোষ ,মদনপুর আনন্দমার্গ স্কুলেল টিচার ইনচার্জ শ্রী তাপস দাস ছাড়া আরও অনেকে৷