সব জল্পনার সমাপ্তি ঘটিয়ে শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ঘোষিত হয়ে গেল একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি৷ যে ম্যাচ নিয়ে সবার সব থেকে বেশি আগ্রহ, সেই ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হবে আমেদাবাদে৷ বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ই অক্টোবর,২০২৩ থেকে৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যাণ্ড-নিউজিল্যাণ্ড৷ ভারত  প্রথম মাঠে নামবে ৮ই অক্টোবর৷ আর ভারত-পাক ম্যাচ খেলা হবে আগামী ১৫ই অক্টোবর,২৩৷

বিশ্বকাপ শুরুর ১০০দিন আগে মুম্বাইতে ঘোষণা হল এই দিনগুলি৷ বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ও ভারত-পাক ম্যাচ কোথায় হবে৷  বিশ্বকাপে দুটি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বাই ৷ এবারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে বলে জানানো হয়েছে৷

ভারতের  ম্যাচের তারিখ গুলি নিচে একটি তালিকার সাহায্যে দেখানো হল---

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ই অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ই অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ই অক্টোবর, আমদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯শে অক্টোবর, পুণে

ভারত বনাম নিউজিল্যান্ড, ২২শে অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯শে অক্টোবর, লখনউ

বনাম কোয়ালিফায়ার, ২রা নভেম্বর, মুম্বাই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ই নভেম্বর, কলকাতা

বনাম কোয়ালিফায়ার, ১১ই নভেম্বর, বেঙ্গালুরু