গত ২৭শে সেপ্ঢেম্বর কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসমের বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ) অসম থেকে বেরিয়ে বরাকবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুললো৷ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিডিএফের পক্ষ থেকে প্রদীপ দত্ত রায় বলেন ---স্বাধীনতার পর থেকেই বরাক উপত্যকার বাঙালীরা বঞ্চিত সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে৷
প্রদীপবাবুর অভিযোগ সাড়ে তিন কোটি অসমবাসীর এক কোটি কুড়ি লক্ষ বাঙালী৷ সেখানে মাত্র ২১২ জন সরকারী চাকুরে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাক উপত্যকায় প্রচারে এসে ডিটেনশন ক্যাম্পে যন্ত্রণার কথা তুলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে৷ কেন্দ্রে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প তৈরী হয়েছে অসমের গোয়াল পাড়ায়৷ প্রদীপবাবু বলেন স্বাধীনতার পর থেকে অনেক বঞ্চনার শিকার হয়েছে বরাকবাসী৷ তাই আমরা আর অসমের সঙ্গে থাকবো না৷ আমরা বরাক উপত্যকা নিয়ে পৃথক পূর্বাঞ্চল রাজ্যের দাবি জানাচ্ছি৷ তবে পূর্বাঞ্চল শুধু বাঙালীদের রাজ্য হবে না, বরাক উপত্যকায় বিভিন্ন জনজাতি বাস করে তারাও অসমে বঞ্চিত৷ তাই সকল বরাক বাসীর রাজ্য হবে পূর্বাঞ্চল৷ প্রদীপবাবু বলেন ব্রিটিশ আমলের রাজধানী কলিকাতার সচেতন মানুষের সমর্থন আমরা চাই৷