সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে দরিদ্র পরিবারের মেয়েদের স্বনির্ভর করে গড়ে তুলতে কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয় আনন্দমার্গ প্রচারক সংঘের আনন্দনগর কর্তৃপক্ষ৷ প্রাথমিক পর্যায় গত নভেম্বর-২০২১ থেকে ডামরুঘুটু ও চিৎমু গ্রামের দশজন মহিলাকে নিয়ে জড়ি ও জার্দুশি শিল্পের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়৷ গত ৪ঠা ফেব্রুয়ারী ৯০ শতাংশ দক্ষতার ভিত্তিতে ৫জনকে নিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ আনন্দনগর সংলগ্ণ গ্রামের মহিলাদের শিক্ষিত ও স্বনির্ভর করতে এই প্রকল্প নেওয়া হয়েছে৷