সেদিনের কথাm আজও প্রাসঙ্গিক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

‘‘উদ্যাম নিষ্ঠুরতা আজ ভীষণাকার মৃত্যুকে জাগিয়ে তুলছে সমুদ্রের তীরে তীরেদৈত্যরা জেগে উঠছে মানুষের সমাজে৷ মানুষের প্রাণ যেন তাঁদের খেলার জিনিস৷ মানুষের ইতিহাসে এই দানবিকতাই কি শেষ কথা? মানুষের মধ্যে এই-যে অসুর এই কী সত্য? .............................

আমাদের কী করবার আছে? আমরা কী করতে পারি? আমরা অত্যচারীকে নিন্দা করছি--- কিন্তু বলা যেতে পারে, নিন্দা করে কী লাভ? এই দুঃখবোধ-দ্বারা, দানবের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে  আমরাও সেই সৃষ্টির পক্ষে কাজ করছি--- এর শক্তি যতই ক্ষীণ হোক এও সৃষ্টির কাজ৷ আমাদের অস্ত্র নেই, কিন্তু মন আছে৷ আমরা লড়াই না করতে পারি, কিন্তু একথা যদি আমাদের মনে জাগ্রত রাখি যে অধর্মের দ্বারা  আপাততঃ যতই উন্নতি হোক তার মূলে আছে বিনাশ---যদি একথা বিস্মৃত না হই যে মানব ইতিহাসের মূলে কল্যাণের শক্তি কাজ করছে--- একথা মেনে নিয়ে সেই কল্যাণের পক্ষে আমাদের কর্মকে চেষ্টাকে যেন প্রয়োগ করি৷ আমাদের মেশিন গান নেই, কিন্তু আমাদের চিন্তা আছে---তার মূল্য যতটুকুই হোক, তাকে আমরা মহতের দিকে প্রয়োগ করবো৷’’

---বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রলয়ের সৃষ্টি’ প্রবন্ধ থেকে