সেই ঐতিহ্য আজও বজায়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সৈজন্য দেখানো কংগ্রেসী রাজনীতিতে কোনদিনই ছিল না৷ বা আজও নেই৷ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা কোনদিনই জাতীয় কংগ্রেসের বিশেষ করে পশ্চিমভারতীয় নেতারা কোনদিন দেখাননি৷ সেই পশ্চিমভারতীয় সংস্কৃতি বাঙলাকেও গ্রাস করেছেন৷

গতকাল নন্দীগ্রামে মনোনয়ন জমা করে ফেরার পথে একটি দুর্ঘটনায় আহত হন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনা যাই হোক মুখ্যমন্ত্রী আহত এ বিষয়ে কোন সন্দেহ নেই৷ কিন্তু কংগ্রেস রাজ্য প্রদেশ সভাপতি অজিত চৌধুরী, কোন সৌজন্য না দেখিয়ে মন্তব্য করেন---বোটের সহানুভূতি পেতে মুখ্যমন্ত্রী ভণ্ডামী করছেন৷  কংগ্রেসের এই রাজনীতি স্বাধীনতার আগেও দেখা গেছে৷  স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুভাষচন্দ্র ও গান্ধীর বিরোধ ইতিহাস প্রসিদ্ধ৷ সেই সময় সুভাষচন্দ্র অসুস্থ হলে কংগ্রেসের গান্ধী গোষ্ঠীর নেতারা বিশেষ করে পশ্চিমভারতীয় নেতারা সুভাষচন্দ্রের ভণ্ডামী বলে ব্যঙ্গ করতেন৷ আজ ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন৷ লোকসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়ার মত আসন সংখ্যা কংগ্রেসের নেই৷ তবু কংগ্রেস তার সেই ঐতিহ্য ত্যাগ করতে পারেনি৷ গতকাল অধীর চৌধুরীর মন্তব্য কংগ্রেসের সেই প্রতিপক্ষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের প্রতিফলন৷