সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
অন্যান্য বছরের মত গত ১৫ই আগষ্ট,২০১৭ তারিখে দেশের সত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
স্বাধীনতা দিবসের সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সংঘটনের শপথ বাক্য পাঠ করে শোনানো হয়৷ সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ পায়রা উড়িয়ে শান্তির বার্র্ত ছড়িয়ে দেন৷ থ্যালাসেমিয়া স্লোগান লেখা ঘুড়ি আকাশে উড়িয়ে দেওয়া হয়৷ জাতীয় পতাকা উত্তোলন করার পর শ্যামবাজার থেকে কল্যাণী পর্যন্ত থ্যালাসেমিয়া সচেতনতা ‘‘কারর্যালী’’ শুরু হয়৷ র্যালীটি নির্র্ধরিত যাত্রা পথ শেষ করে কল্যাণী পৌছয়৷ যাত্রা পথে ২২টি সংঘটন র্যালীকে সম্বর্দ্ধনা জানায়৷
‘‘জন্মের একবছরের পর বিবাহের আগে পর্যন্ত একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করানো উচিত বলে সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য্য জানান৷