সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশণের উদ্যোগে বর্ষবরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রতি বছরের ন্যায় এবারও সেরাম থ্যালাসেমিয়া, প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে সংঘটনের সভাগৃহে সাড়ম্বরে বর্ষাবরণ অনুষ্ঠিত হল৷ অনুষ্ঠানে বর্র্ষর প্রয়োজনীয়তা সর্ম্পকে বক্তব্য রাখেন সংঘটনের সম্পাদক ,সঞ্জীব আচার্য  মহাশয়, তিনি থ্যালাসেমিয়া রোধে ফেডারেশনের বাৎসরিক প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষা বরণের চেষ্টাও চালিয়ে যাওয়ার কথা বলেন৷

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে, আবৃত্তি, নৃত্য, গীত পরিবেশিত হয়৷ পুরনো দিনের শ্রোতাদের  আকর্ষিত করে৷ অনুষ্ঠানে শ্রীমতী অর্পিতা দাস-রায় নিবেদিত বর্ষার গান প্রশংসিত হয়েছে৷