কলেজে ভর্তিচক্র ভাঙ্গতে এবার পড়ুয়াদের কাউসিলিংয়ের জন্যে কলেজে না গিয়ে অনলাইনে টাকা জমা দেওয়ার ব্যবস্থা চালু করতে বাধ্য হ’ল৷ রাজ্য সরকার৷ এখন ভর্তি নেওয়া হবে পুরোপুরি মেধা তালিকার ভিত্তিতে৷ ভর্তির চলতি মরসুমেই অর্থাৎ অবিলম্বে এই পদ্ধতিতে ভর্তি হওয়া যাবে বলে মঙ্গলবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারী করেছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকার ভিত্তিতে ভর্তি নির্দিষ্ট হওয়ার পরে সংশ্লিষ্ট কলেজ যে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার নির্দেশ দেবে সেখানে টাকা জমা দিলেই ভর্তি হওয়া যাবে৷ ক্লাশ চালু হওয়ার পর নথি যাচাই করা হবে৷ নথি যাচাইয়ের সময় বড় কোনও গরমিল পাওয়া গেলে পড়ুয়ার ভর্তি বাতিল হয়ে যেতে পারে৷
এবার ভর্তি প্রক্রিয়ায় শুরু থেকেই বিভিন্ন কলেজে পড়ুয়ারা ভর্তিচক্রের জুলুম ও তোলাবাজির শিকার হয়েছিল৷ বহু কলেজে আবেদনের পর কাউন্সিলিংয়ের জন্যে ডাক পেয়েও অনেককে কাউন্সিলিংয়ে হাজির হতেই দেওয়া হয়নি৷ সব জায়গায় কলেজের গেটে হাজির ছাত্র ইয়ূনিয়নের দাদা-দিদিরা ঘুষ চেয়েছিলেন৷