সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
অনুধর্ব-১৬ সাফ চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ভারতীয় দলে মণিপুরের ১৬ জন ফুটবলার৷ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে গোল করেন ভরত লাইরেনজাম ও লেভিস জাংমিনলুন৷ প্রথম জন মেইতেই ও দ্বিতীয়জন কুকি৷ গোল করার পর একে অপরকে জড়িয়ে ধরলেন তারা৷ মণিপুরে এই দুই গোষ্ঠীর মধ্যে মে মাস থেকে লড়াই চলছে৷ এক দিকে আগুন জ্বলছে রাজ্যে, তখন ফুটবল মাঠে দুই গোষ্ঠী ফুটবলারেরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন৷
সাফ চ্যাম্পিয়ানশিপে ২৩ জনের দল গড়েছে ভারত৷ এর মধ্যে মণিপুরের ১৬ জন ফুটবলার রয়েছেন৷ তাঁদের মধ্যে ১১ জন মেইতেই, চার জন কুকি ও একজন মেইতেই পঙ্গলষ তারা সকলেই চাইছেন রাজ্যে শান্তি ফিরে আসুক৷ ফুটবলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য একটাই গোলটা কিভাবে হবে৷ আর মিল না থাকলে কোন দলকে জেতানো সম্ভব নয়৷ আর এই গোলের মাধ্যমে দলের একাত্মবোধও তৈরী হয়৷