শিবরাত্রি উপলক্ষ্যে ডিম্বগিরিতে (ডিমডিহা পাহাড়ে) ধর্মচক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিবরাত্রি উপলক্ষ্যে ডিমডিহা পাহাড়ের চূড়ায় প্রস্তাবিত মার্গগুরু নিবাসে দীর্ঘ দিন থেকে প্রতিবছর সামূহিক ধর্মচক্র অনুষ্ঠান হয়ে আসছে৷ এই বছরেও ২৬শে ফেব্রুয়ারী’২৫ বিকেল তিনটায় উক্ত স্থানে প্রভাত সঙ্গীত, ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও প্রসাদের আয়োজন করা হয়৷