শিক্ষা প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই-২২শে ডিসেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় আশ্রমে শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ বিভাগের পরিচালনায় পাঁচদিন ব্যাপী একটি শিক্ষা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ দিল্লী সেক্টরের আনন্দমার্গ পরিচালিত শিক্ষকবৃন্দ এই শিবিরে যোগ দেয়৷ পাঁচদিনব্যাপী এই শিবিরে আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়৷ ইস্কুল পরিচালনা ও শিশু শিক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়৷ শিবিরটি পরিচালনা করেন---কেন্দ্রীয় শিক্ষা আধিকারিক আচার্য নির্মলশিবানন্দ অবধূত, দিল্লী সেক্টরের শিক্ষা সচিব আচার্য তথাগতানন্দ অবধূত, কলিকাতার রিজিওনাল সেক্রেটারী প্রমুখ৷

বর্তমান বাণিজ্যমুখী শিক্ষার প্রভাব শিক্ষাক্ষেত্রে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরী করেছে৷ পরিণতিতে ছাত্র-ছাত্রাদের নৈতিক মান নিম্নমুখী হচ্ছে দিন দিন৷ আদর্শ সমাজ গঠনে  ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই আজ নব্যমানবতাবাদী শিক্ষার ব্যাপক বিস্তার প্রয়োজন৷