শিলচরে শনবিলে শ্রাবণী পূর্ণিমা দিবস উদ্‌যাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই আগষ্ট শিলচরে শনবিলে নৌকা বিহারে আনন্দমার্গের পক্ষ থেকে শ্রাবণী পূর্ণিমা দিবস উদ্‌যাপন করা হয়৷ ১৯৩৯ সালের শ্রাবণী পূর্ণিমাতে কোলকাতার কাশীমিত্র ঘাটে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কালি ডাকাতকে প্রথম দীক্ষা দিয়েছিলেন৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী তখন কলকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র, নাম প্রভাতরঞ্জন সরকার, সেই থেকে বিশ্বের সর্বত্র আনন্দমার্গীরা এই দিনটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে পালন করে৷

শিলচরের আনন্দমার্গীরা শিলচরে বিখ্যাত শনবিলে নৌকা যোগে প্রভাত সঙ্গীত কীর্ত্তন আলোচনা সভা ইত্যাদি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন৷ আনন্দমার্গীদের দাবী শনাবিলকে পূণ্যভূমি ঘোষণা করতে হবে৷ উপস্থিত ছিলেন আচার্য রসঘনানন্দ অবধূত, পান্না রায়, ত্রিপুরা খোয়াই থেকে এসেছিলেন গৌতম ঘোষ সহ বেশ কিছু মার্গী৷ ব্যবস্থাপনায় ছিলেন সুশীলচন্দ্র রায় ও কৃষ্ণধন পাল প্রমুখ৷