শিলিগুড়িতে ‘আমরা বাঙালী মিছিল আটক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই সেপ্ঢেম্বর শিলিগুড়িতে  উত্তরকন্যায় গোর্র্খ জনমুক্তি মোর্র্চর  সঙ্গে  মুখ্যমন্ত্রীর  বৈঠকের  প্রতিবাদ  জানিয়ে এদিন এখানে আমরা বাঙালীর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বেরুলে  পুলিশ মিছিলের পথ আটকে দেয় ও আমরা বাঙালীর নেতা ও কর্মীদের জোর করে সারা দিন কার্র্যলয়ে  আটকে রাখে৷ যাতে কোনোরকম মিছিল না করতে পারে৷  পরে আমরা বাঙালীর  জেলা সচিব  বাসুসেব সাহার  পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়৷