সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
গত ৪ঠা এপ্রিল মধ্যমগ্রাম ষ্টেশন ও হাইসুকল সংলগ্ণ রবীন্দ্রমঞ্চে ‘শিল্পীবিতান’ সংস্থার পক্ষ থেকে এলাকার শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
ওই দিন সকাল থেকেই ছবি আঁকা, নাচ, গান, কবিতা পাঠ ও ক্যুইজ ইত্যাদিতে শতাধিক প্রতিযোগী যোগ দেয়৷ সন্ধ্যায় সাংসৃকতিক অনুষ্ঠানের সাথে কৃতী প্রতিযোগীদের পুরসৃকত করা হয়৷
অনুষ্ঠানে ‘ভয়েস অফ ওয়ার্ল্ড’-এর সমিত সাহা সহ অন্যান্যদের সম্মানিত করা হয়৷ বিশিষ্ট শিল্পী বিতান হালদার বলেন, শিল্পীর সন্ধানে আগামী দিনে এই ধরণের অনুষ্ঠান আরও বেশী করে করা হবে৷