শিশুর দেহ ফেরাল দৈত্যাকৃতির কুমির

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিশাল একটি কুমির নদীর মাঝখান দিয়ে ভেসে আসছে৷ কুমিরের পিঠের ওপর কি আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না৷ পাড়ের দিকে কিছুটা সাঁতরে আসার পরই বোঝা গেল---তার পিঠে একটা মানুষের দেহ৷ আরও কাছাকাছি আসতে স্পষ্ট হল সেটি একটি বাচ্চার দেহ৷ উদ্ধারকারী বোটের একেবারে গাঁ ঘেঁসে এসে কুমিরটি থামল৷ উদ্ধার কারীরা  সাবধানে দেহটি তুলল কুমিরের পিঠ থেকে৷ রেসকিউ বোটের সমস্ত উদ্ধার কর্মীরা তাজ্জব এই ঘটনায় ! ব্যাপারটা কি? কুমিরটা কি শিশুর দেহটা ফেরাতেই এমন কাণ্ড করে গেল? সোশ্যাল মিডিয়ায় ভা্‌ইরাল হওয়া এই ভিডিও শেয়ার করে আই.এফ.এস আধিকারিক সুশান্ত নন্দা দাবী করেন--- ভিডিওয় যা দেখা গিয়েছে সেটা সত্যি৷ ঘটনাটি ইন্দোনেশিয়ার৷ কিন্তু কুমিরটি শিশুটিকে কোথায় পেল? স্থানীয় সংবাদমাধ্যমের দাবী, পূর্ব ইন্দোনেশিয়ার কালিমান্তন প্রদেশের মহাকাম নদীতে বছর চারেকের ওই শিশুটি কোনভাবে ডুবে গিয়েছিল৷ বেশ কয়েকদিন চেষ্টা করেও শিশুটিকে বা তার দেহ উদ্ধার করতে পারেনি তার পরিবার৷ নদীতে প্রচুর কুমির থাকার কারণে  প্রশাসনও হাল ছেড়ে দিয়েছিল৷ শেষ পর্যন্ত শিশুটির দেহ  ফেরায় একটি কুমির৷ বাচ্চাটির শরীরে কুমিড়ের কামরের কোন ক্ষতচিহ্ণ নেই৷