শিশুর নামকরণ ও অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০শে মার্চ ২০২৫, চিৎমু নিবাসী শ্রী বিকাশ গরাঞ ও শ্রীমতী কলাবতীর জ্যেষ্ঠ পুত্র শ্রী গগণ গরাঞ ও শ্রীমতী দীপিকা দেবীর কনিষ্ঠ পুত্র সন্তানের শুভ নামকরণ ও অন্নপ্রাশন আনন্দমার্গ চর্যাচর্য বিধান অনুসারে পরম উৎসাহে অনুষ্ঠিত হয়৷

এই মহতী অনুষ্ঠান উপলক্ষে ছয় ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম নাম-সংকীর্তন, সমবেত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়৷ সকলের সম্মিলিত শুভেচ্ছা ও আশীর্বাদের মধ্য দিয়ে নবাগত শিশুর নামকরণ করা হয় রাজদীপ৷