সমবায় পদ্ধতির সাহায্যেই সর্বাঙ্গীন আর্থিক বিকাশ সম্ভব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন--- পুঁজিবাদ নির্ভর অর্থনৈতিক কাঠামোয় জনগণের সার্বিক বিকাশ সম্ভব নয়৷ সরকার যতই পাঁচলক্ষ অর্থনীতিতে পৌঁছাবার ঢাক-ঢোল পেটাক,জনগণের দুর্দশা তাতে দূর হবে না৷ যে অর্থনৈতিক পরিকাঠামোয় বসে অর্থনীতিবিদরা অর্থনীতির হিসাব কষে তার সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই৷পুঁজিবাদ নির্ভর কেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনা কখনই সকল মানুষের সার্বিক কল্যাণের স্বার্থে তৈরী হয় না৷

শ্রী খাঁ বলেন সমাজের সর্বাঙ্গীন বিকাশ একমাত্র সমবায় পদ্ধতির সাহায্যেই সম্ভব৷ কৃষি,অকৃষি,শিল্প সর্বক্ষেত্রেই প্রাউট সমবায় ব্যবস্থা গড়ে তোলার পক্ষে৷ তবে সমবায় ব্যবস্থাকে সফল করতে হলে সমবায় পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যকে কঠোরভাবে সৎ ও নীতি পরায়ন হতে হবে৷ তখনই সমবায়ের অর্জিত লাভের অংশ যথার্থভাবে কাজে লাগান সম্ভব হবে৷ অর্থাৎ লাভের কতটা অংশ সদস্যদের মধ্যে বন্টন করা হবে, কতটা অংশ সমবায়ের উন্নতিকল্পে ব্যবহার করা হবে, এছাড়া কিছু টাকা সংরক্ষিত মূলধন হিসাবে জমা রাখা উচিত৷ সমবায় প্রথায় প্রস্তুত অর্থনৈতিক কাঠামো স্থানীয় মানুষদের নিয়ে গড়ে তুলতে হবে৷ সেখানে বহিরাগতদের স্থান হবে না৷ ফলে ভাসমান জনসংখ্যার সমস্যা দেখা দেবে না৷ সমবায়ে বহিরাগত স্থান  পেলে অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয় দেখা দেবে৷ ব্লকে ব্লকে কৃষিভিত্তিক, কৃষি সহায়ক শিল্প সমবায় ভিত্তিতে গড়ে স্থানীয় বেকার সমস্যার সমাধান সম্ভব৷ তাছাড়া সমবায়ে অবসর গ্রহণের কোন বয়স সীমা নির্দিষ্ট থাকবে না৷ যতদিন শারীরিক সক্ষম থাকবে ততদিনই কাজ করার সুযোগ থাকবে৷ শ্রী খাঁ বলেন প্রাউটিষ্টদের মূল লক্ষ্যই হলো বর্তমান পুুঁজিবাদী শোষণের ইমারত কেন্দ্রীত অর্থনৈতিক কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়ে সমবায় ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটিয়ে প্রতিটি মানুষের ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়া৷