সমুদ্র সৈকতে মরা তিমি ঝাঁকে ঝাঁকে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ওয়েলিংটন-নিউজিল্যাণ্ড ঃ নিউজিল্যাণ্ডের  প্রত্যন্ত চ্যাথামদ্বীপ৷ মূল ভূখণ্ড থেকে দূরত্ব ৮৪০ কিমি সেই দ্বীপের উপকূলে এখনো মৃত তিমির মৃত্যুর মিছিল৷ গোটা উপকূল জুড়ে ছড়িয়ে আছে প্রায় পাঁচশো অতিকায় পাইলট হোয়েলের মৃতদেহ৷ অনেক তিমি আবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে৷ নিউজিল্যাণ্ডের প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শে ঠিক হয়েছে মৃত্যুপথযাত্রী তিমিগুলিকে অসাড় করে দিয়ে তাদের মৃত্যু যন্ত্রণা কমানোর চেষ্টা করা হবে৷ উদ্ধারকারীদল এলাকায় তিমিদের উদ্ধারে নামতে পারছে না৷ কারণ সাগরের জলে কিলবিল করছে শার্কের দল৷ খবরে প্রকাশ এই এলাকায় তিমিদের গণমৃত্যু কোন নতুন ঘটনা নয়৷ একমাসেরও কম সময়ে এমন ঘটনা দুবার  ঘটলো৷ এর আগে অষ্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলেও অন্তত ২০০টি তিমির মৃত্যু হয়েছিল৷ ২০১৭ সালে এই উপকূলে সাতশো তিমির মৃত্যু হয়৷ এই গণমৃত্যুর কারণ এখনও বিজ্ঞানীদের কাছে অজানা৷