উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া একটি পরিচিত জনপদ৷ একসময় কাকভোরে মানুষ জেগে উঠতো বৈদিক মন্ত্রের উচ্চারণ শুণে৷ এখন সাত সকালে মানুষের ঘুম ভাঙে বোমাগুলির আওয়াজে৷
একদা ভাটপাড়া ছিল সংস্কৃত পণ্ডিতদের বাসভূমি৷ ভট্টাচার্য পদবীধারী পণ্ডিতদের নামানুসারেই ভাটপাড়া নামটা এসেছে৷ ভট্ট (পণ্ডিত)দের বাসস্থান ভট্টপাড়া---ভাটপাড়া৷
কতকগুলি জুটমিলকে কেন্দ্র করে ওই এলাকায় গড়ে ওঠে বিশাল শিল্পাঞ্চল৷ শিল্পাঞ্চলকে কেন্দ্র করেই অনুপ্রবেশ ঘটে ভিনরাজ্যের বাসিন্দাদের৷ শুরু হয় এলাকা দখলের রাজনীতি৷ বাম আমলে দীর্ঘদিন ব্যারাকপুরের সাংসদ ছিল তড়িৎ তোপদার৷ ক্ষমতার হাত বদলের পর ব্যারাকপুর চলে আসে তৃণমূলের দখলে৷ সাংসদ হন দীনেশ ত্রিবেদী৷ পরবর্তী নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এলাকার দাপুটে তৃণমূল নেতা অর্জুন সিং বিজেপির সমর্থনে প্রার্থী হয়ে দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে৷ পরে অবশ্য অর্জুন আবার তৃণমূলে চলে আসে৷
২০২৪-শের লোকসভা নির্বাচনে অর্জুনকে তৃণমূল প্রার্থী না করায় আবার বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়৷ কিন্তু অর্জুন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়৷ স্থানীয় বাসিন্দা পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় অর্জুন সিং-এর দাপট কিছুটা কমলেও বহিরাগত সমাজ বিরোধীদের দৌরাত্ম কমেনি৷ তাই ভাটপাড়ার মানুষের আজও ঘুম ভাঙে গুলি বোমার আওয়াজে৷