সংশোধনাগার থেকে বন্দী পালালো

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কাঁথি সংশোধনার( কারাগার) থেকে দুজন বিচারধীন বন্দী জানালা কেটে পালিয়ে গেছে৷ ৩রা মে ভোর রাতে কাঁথি সংশোধনোগারের ২ নম্বর সেলের জানালা কেটে পালিয়ে  গেছে  কর্ণ বেরা নামে এক বিচারধীন বন্দী৷ সেলের পাহারার দায়িত্বে থাকা দুজন কারারক্ষীকে তাদের কর্তব্যের গাফিলতির জন্যে গ্রেফতার করা হয়েছে৷ পরে কাঁথি আদালতে তাঁরা জামিনে মুক্তি পান৷ পুলিসের এক জেলা আধিকারিকও এর সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে৷

এই ঘটনা প্রমাণ করছে প্রশাসন কত ঢিলেঢালা৷