সেরাম থেলাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ও সেরাম গ্রুপের সহযোগিতায় গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে কলকাতা প্রেস ক্লাবে এবারের সন্তোষ ট্রফি বিজয়ী বাঙলা দলের প্রশিক্ষক শ্রী মৃদুল বন্দ্যোপাধ্যায় ও ম্যানেজার লাল্টু দাসকে সম্বর্ধনা দেওয়া হয়৷ তাঁদের সম্বর্ধনা জানান সেরাম থেলাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য৷ এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব বাবু ঘোষণা করেন আগামী ৮ই মে বিশ্ব থেলাসেমিয়া দিবসে শ্যামবাজারের সংঘটন মঞ্চে সন্তোষ ট্রফি বিজয়ী বাঙলা দলের সমস্ত খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে এই হেলথ্ কার্ড তুলে দেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে রোটারি ক্লাব অফ ক্যালকাটার ওল্ড সিটির পক্ষ থেকে শ্রী সুরজিৎ কালার ঘোষণা করেন বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে ৫০,০০০ টাকা করে স্বাস্থ্য বীমা দেওয়া হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহঃ সভাপতি শিশু চুিকিৎসক ডাঃ ভাস্করমণি চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যষ্টিবর্গ৷
সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়