শোকসংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমরা বাঙালী দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্য প্রাক্তণ জেলা সচিব , মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিগত কয়েকবারের আমরা বাঙালী দলের  মনোনীত প্রার্থী, মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত বড়গোপালপুরের বাসিন্দা শ্রী নয়নচাঁদ বর্মণ ১৪ই জুন দুপুরে দটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি নিয়ে যাওয়ারে পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

গত ২৫শে জুন রবিবার প্রয়াত নয়নচাঁদ বর্মনের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় পদ্ধতিতে এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে বর্মন পরিবারের আত্মীয়স্বজন ও বহু কর্মী সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কৃষ্ণধ্যানানন্দ অবধূত৷

প্রয়াত নয়নচাঁদ বর্মনের স্মৃতিচারণ করতে গিয়ে আমরা বাঙালীনেতা খুশীরঞ্জন মণ্ডল বলেন, নয়নচাঁদদার অকাল প্রয়াণে সমাজ এক আদর্শবাদী সমাজসেবীকে হারাল৷ তিনি আজীবন আদর্শের জন্যে নিঃস্বার্থভাবে সমাজের সেবা করে গেছেন৷